শান্ত শিষ্ট

আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)

সমাধিরঞ্জন
  • ১১
  • ৫৫
গালচে এখন হরিত ঘন, দু’মাস পরে পাবকশিখার স্বর্ণরাগে
আহা! গোলা ভরে উপচে গড়ায়;
এমন গাঁয়ে প্রথম আমার ঘোমটা খুলি।
দুধেল গাই গোয়াল ভরা
বর্ষা এলেই উপচে পুকুর
ঝুড়ি ভরে চিংড়ি ধরা।
আহা! আহ! আ মরি!
কালির মা, সে আঙ্গন লেপে। সত্যবতী বস্ত্র ধোয়
রান্না ঘরে মধুমতি, বাসন মাজ? সে তো মিষ্টি নোলক।
হেঁসেল কোথায় জানলাম কই, ঠেলতে হয়না হাঁড়ি
সারাক্ষণ তো লেপ্টে গায়ে দক্ষিণী সিল্ক শাড়ি।
আহা মরি! আ মরি!
গা-ভর্তি স্বর্ণাভূষণ আহা কী যে সুখি আমি
সুখ সংসার কোথায় কে পায়, নমি অন্তর্যামী।
আহা! আহা! সাতশো এ সু-খ বলো কোথায় আগলে রাখি
আ মরি!
সাঁঝ না হতেই খুড় শাশুড়ি সারা মাথায় খেলায় আঙুল, ছড়িয়ে পড়ে জুঁই-এর বাস
আহা! আমার চোখ বুজে আসে আঃরামে!
সুর্্যা ডোবার কমলা পোশাক ঠোঁটের কোণে মুচকি হাসি
হাঁটুর ওপর বাঁধন ধুতি
ছন্দে ছন্দে কোদাল হাতে উঠোন পেরোয় আমার তিনি।
রক্ত রঙে কপোল রেঙ্গে, ঘোমটা তুলে,
একছুটে সেই ঘরের কোণে লুকিয়ে পড়ি আমি।
এরপর?
দাস দাসি সব বিদেয় হয়, খাওয়া দাওয়া হয় সারা
ক্লান্ত স্বামী শয্যাশায়ী;
সারাটা রাত একবারও সে মুখ না ফেরে, হায়! ছোঁয় না আমায় হায়!
আশায় আশায় আশা
ছোট্ট পুতুল বুকের খাঁজে টলমলে এক হাসা
পুকুর পাড়ে কলার খোলার নৌকোখানা ভাসা।
বোশেখ আসে চৈত্র পেরোয়
আহা! তৃষ্ণা বড়ো, শরীর জ্বলে
গাল বয়ে যায় অশ্রু জলে।
আশায় আশায় আশায় আশায় ফাগুন ছ’বার দিল দেখা
হায়, আজও আমি রিক্ত গর্ভা, ঢেউ মুছে দেয় তটের রেখা, হায়!
এত্ত সুখ স্বাছন্দ্য এক নিমেষে পিষ্ট
আমার পতি দেবতা হায় শীতল শান্তশিষ্ট।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কমল দাশগুপত কবিতাটির বিষয় বস্তু অতি উৎকৃষ্ট সমাজ জীবনের জীবন্ত নারীমূর্তিকে চাক্ষুষ করলাম । আরও লিখুন । নতুন বছ্রের শুভ কামনা রইল ।
সমাধিরঞ্জন অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আশা হয়তো বেশিদিন পুরণ করতে পারব না। আমি খুব অসুস্থ
সেলিনা ইসলাম কবিতার থিম অনেক সুন্দর লাগলো। আরও ভালো ভালো কবিতা লিখুন সেই শুভকামনা।
সমাধিরঞ্জন নতুন প্রজন্মের এরকম কবিতা যে ভালো লেগেছে, এতে কৃতার্থ, ধন্যবাদ
নুরুন নাহার লিলিয়ান শ্রদ্ধেয় অনেক শুভ কামনা রইলো।
গোবিন্দ বীন আশায় আশায় আশায় আশায় ফাগুন ছ’বার দিল দেখা হায়, আজও আমি রিক্ত গর্ভা, ঢেউ মুছে দেয় তটের রেখা, হায়! এত্ত সুখ স্বাছন্দ্য এক নিমেষে পিষ্ট আমার পতি দেবতা হায় শীতল শান্তশিষ্ট।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১৬
আমি অসুস্থ হয়ে ছিলাম বলে এতদিন নীরব ছিলাম। জবাব দিতে পারিনি। আপনার মন্তব্য খুব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৬
আমি অসুস্থ হয়ে ছিলাম বলে এতদিন নীরব ছিলাম। জবাব দিতে পারিনি। আপনার মন্তব্য খুব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৬
আমি অসুস্থ হয়ে ছিলাম বলে এতদিন নীরব ছিলাম। জবাব দিতে পারিনি। আপনার মন্তব্য খুব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৬
মিলন বনিক খুব সুন্দর কবিতা দাদা...খুব ভালো লাগলো...শুভকামনা...
জয় শর্মা (আকিঞ্চন) খুব সুন্দর স্যার! মুগ্ধতা আর সাথে ভোট।
নুরুন নাহার লিলিয়ান আমার পতি দেবতা হায় শীতল শান্তশিষ্ট।।।।শান্ত সমাপ্তি। ভালো লাগলো
সাইফুল ইসলাম অনেক অনেক শুভ কামনা রইল খুব ভাল লেখেছেন কামনা করি আর ভাল লিকবেন ! দোয়া করি

১৭ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪